শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

Shikkha Bichitra
সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » দেশজুড়ে » বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির স্থায়ী সমাধানে যেতে হবে
প্রথম পাতা » দেশজুড়ে » বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির স্থায়ী সমাধানে যেতে হবে
৩০৩ বার পঠিত
সোমবার, ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির স্থায়ী সমাধানে যেতে হবে

---

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জ্বালানির স্থায়ী সমাধানে যেতে হবে। পাশাপাশি সাশ্রয়ী দামে বিদ্যুৎ দিতে হলে অবশ্যই গ্যাস দিয়েই বিদ্যুৎ উৎপাদন করতে হবে। অন্যসব জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হলে তা করতে হবে সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদনের জন্য। সঠিক পরিকল্পনা ও যথাসময়ে বাস্তবায়ন করা না গেলে কোনোভাবে কমানো যাবে না বিদ্যুতের দাম।

শনিবার (২৮ আগস্ট) জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশের (এফইআরবি) আয়োজিত ‘বাংলাদেশে বিদ্যুতের  চাহিদা: স্থাপিত এবং সরবরাহ সক্ষমতা’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘জ্বালানি খাতে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় না হলেই বিপদ। ওভার প্ল্যানিং আরো বড় সমস্যা হয় অনেক সময়। বিদ্যুত বিভাগে এক সময় ওভার প্ল্যানিং করা হয়েছিল। তবে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে ওভার প্ল্যানিং করলে কোনো সমস্যা হয় না। বাংলাদেশের অর্থনীতি শুধু নিজস্ব অর্থনীতির ওপর নির্ভর করে না, অন্য দেশের অর্থনীতিও আমাদের দেশে প্রভাব ফেলে। আজকেই এই অর্থনৈতিক অবস্থার কারণে বিশ্বের বহু দেশ এখন আমাদের প্রতি আগ্রহী, আমাদের দেশে বিনিয়োগ করতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের চাহিদা এবং চাহিদার পাশাপাশি উৎপাদন বাড়ানোর কথা বিবেচনা করে বিদ্যুতে বিনিয়োগ বাড়ানো দরকার। কিন্তু সরকারের চেয়ে এখন এইখাতে বেসরকারি অনেক কম্পানিই বিনিয়োগ করতে পারে। এখন দেশে বেশ কিছু এ ক্লাস বেসরকারি কম্পানি গড়ে উঠেছে। আমাদের চিন্তা করা উচিত বিদ্যুতের দাম কেন বাড়ছে। কীভাবে এটি কমানো যায়। শিল্প মালিকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান না বলেই নিজেরা ক্যাপটিভ করেন। এদিকে গ্রিডের বিদ্যুৎ পড়ে আছে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরো বলেন, ‘বিদ্যুতের দাম অবশ্যই বাড়বে, সব দেশেই বাড়ছে। জ্বালানির কারণেই এই দাম বাড়ে। কিন্তু এর সঙ্গে যদি আমরা কেন্দ্রগুলোর দক্ষতা বাড়াই তাহলে সেই সুবিধা সবাই নেবে। তাই আমাদের সাশ্রয়ী জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা উন্নত করাও খুবই প্রয়োজন।’

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম। তিনি বলেন, ‘বর্তমানের বেশি দামের জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমাদের বিদ্যুতের দাম বেশি পড়ছে। একই কারণে বাড়ছে আমাদের ভর্তুকিও। যেসব জ্বালানি দিয়ে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করছি তার একটি বড় অংশ গ্যাস হলেও সঙ্গে আছে বেশি দামের তেল, কয়লা এবং এখন নতুন করে যুক্ত হয়েছে এলএনজি। বিশ্ব বাজারের দিকে তাকালে বোঝা যায় আমরা যেসব জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করছি তার দাম বেড়েই চলেছে। ফলে একই কারণে বাড়বে বিদ্যুতের দামও। আগামীতেও বাড়তেই থাকবে যদি না আমরা একটি নির্দিষ্ট বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি পরিকল্পনা করি।’

এফইআরবির নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসাইন, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, পিডিবির কম্পানি এফেয়ার্স মাহবুবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন, বিপপার সভাপতি ইমরান করিম এবং এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকার বক্তব্য রাখেন।



আর্কাইভ