শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কলেজ | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা কাল
প্রথম পাতা » কলেজ | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা কাল
১১৮১১৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা কাল

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা কালঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হবে । এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর বিজ্ঞান ইউনিটে ৬৫০০ আসনের বিপরীতে আবেদন সংখ্যা ৩৪০৯৪ জন। রাজধানীর মোট ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবে না।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে সাত কলেজের ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছুরা তাদের পছন্দের কলেজ ও বিভাগে (বিষয়) ভর্তির সুযোগ পাবে। সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনগুলো শুধু মেয়েদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো ছেলেদের জন্য সংরক্ষিত। বাকি চারটিতে ছেলেমেয়ে উভয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

বিজ্ঞান ইউনিটে ৬৫০০ টি আসনের মধ্যে ঢাকা কলেজ- ১০৯০টি , ইডেন মহিলা কলেজ- ১২২৫টি ,তিতুমীর কলেজ- ১৫১০টি ,সরকারি বাঙলা কলেজ- ৭১৫টি, কবি নজরুল সরকারি কলেজ- ৬৩০টি ,বদরুন্নেসা মহিলা কলেজ- ৫৯০টি ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ- ৭৪০টি।

বিজ্ঞান ইউনিটে মোট মার্কস -২০০। এমসিকিউ- ১২০, জিপিএ- ৮০। এরমধ্যে পাস নাম্বার- ৪৮।
নেগেটিভ মার্কিং নেই।

বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের পরীক্ষা দিতে হবে।

যাদের এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪টি উত্তর দিতে হবে তবে। ইচ্ছে করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে।

পরীক্ষায় কৃতকার্য হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক/ বাণিজ্যের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন নিম্নরূপ-

১। ঢাকা কলেজ,
রোল_নং : ৫০০০০০১-৫০০৪০০০
২। ইডেন মহিলা কলেজ,
রোল_নং : ৫০০৪০০১ – ৫০১০৫০০
৩। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,
রোল_নং : ৫০১০৫০১ – ৫০১৩৮০০
৪। কবি নজরুল সরকারি কলেজ,
রোল_নং :৫০১৩৮০১ – ৫০১৫৮০০
৫। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
রোল_নং :৫০১৫৮০১ – ৫০১৭৮০০
৬। সরকারি বাঙলা কলেজ,
রোল_নং :৫০১৭৮০১ – ৫০২২০০০
৭। সরকারি তিতুমীর কলেজ,
রোল_নং :৫০২২০০১ – ৫০২৫৫৫০
৮। গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর),
রোল_নং :৫০২৫৫৫১ – ৫০২৭৫৫০
৯। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ,
রোল_নং :৫০২৭৫৫১ – ৫০২৯৫৫০
১০। ওয়েস্ট ইন্ড হাই স্কু্‌ল,
রোল_নং :৫০২৯৫৫১ – ৫০৩০৫০০
১১। উইলস্ লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ,
রোল_নং :৫০৩০৫০১ – ৫০৩৪০৯৪



এ পাতার আরও খবর

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ! উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ!
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির  মনোনীত সভাপতি আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি

আর্কাইভ