শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

Shikkha Bichitra
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা » আগের নিয়মেই রাবি’তে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা » আগের নিয়মেই রাবি’তে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা
৬১৮৮৫ বার পঠিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগের নিয়মেই রাবি’তে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা

আগের নিয়মেই রাবি’তে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাস্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কীভাবে নেয়া হবে, সে বিষয়ে আজ (মঙ্গলবার) সিদ্ধান্ত জানাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভর্তি পরীক্ষা আগের নিয়মেই সরাসরি নেয়ার পক্ষে কর্তৃপক্ষ। কাউন্সিলের একাধিক সদস্য ও উপাচার্য এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের কারণে চলতি বছর গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা আলোচনায় এসেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানও এতে সম্মতি দিয়েছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অবশ্য করোনার কারণে শীতের পরে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে অনেক সদস্য।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক হুমায়ন কবীর বলেন, ‘শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য অপেক্ষা করা দরকার। শীতে করোনার প্রকোপ না বাড়লে দ্রুত পরীক্ষা নিতে হবে। আর প্রকোপ বাড়লে পিছিয়ে পরীক্ষা নিতে হবে। সশরীরে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে বলে মত আমার।’

জানা গেছে, সম্প্রতি উপাচার্যদের এক সভায় করোনার কারণে গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে বুয়েট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতে সম্মত নয়। দেশের এ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আগের নিয়মে সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক এ বিষয়ে বলেন, ‘করোনার কারণে একেবারেই পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকলে অনলাইনের কথা বিবেচনা করা যেতে পারে। তবে আরো সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনলাইনে পরীক্ষা নেওয়াটা ঝুঁকির, করোনাও ঝুঁকির।’

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান বলেন, ‘অনলাইনে পরীক্ষা নিতে আমরা অভ্যস্ত না। গ্রামাঞ্চলে ইন্টারনেট ততটা দ্রুতগতিরও না। সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দেবে? অনলাইন পরীক্ষা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন আছে।’

এ দিকে ব্যক্তিগতভাবে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিরোধী বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে একাডেমিক সভায় সিদ্ধান্ত হবে। করোনারা কারণে পরে অন্য সিদ্ধান্তও হতে পারে, সেটি একাডেমিক কাউন্সিল ঠিক করবে। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে না। অনলাইন পরীক্ষা ঝুঁকির, করোনার কথাও চিন্তা করতে হবে। তবে অফলাইনে পরীক্ষার নেয়ার বিষয়ে চিন্তা করছি আমরা।’



এ পাতার আরও খবর

ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে
বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি
১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ ১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের

আর্কাইভ