সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » অনলাইনে মানসিক চিকিৎসাসেবা পাবেন ঢাবি শিক্ষার্থীরা
অনলাইনে মানসিক চিকিৎসাসেবা পাবেন ঢাবি শিক্ষার্থীরা
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ওপর তৈরি হওয়া মানসিক চাপ দূর করতে অনলাইনে মানসিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য আগামী ২০ অক্টোবর থেকে পরবর্তী তিন মাস এই সেবা কার্যক্রম চলবে।
আজ সোমবার(৫ অেক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগিতায় এই কাউন্সেলিং সেবার আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ বিভাগীয় শিক্ষার্থীরা আগামী ২০ অক্টোবর থেকে ডিসেম্বর, পর্যন্ত ৩ মাস ব্যাপী অনলাইনের মাধ্যমে এই পরামর্শ সেবা নিতে পারবে।
এই প্রোগ্রামে অংশ নিতে কোন ফি লাগবে না। এতে শিক্ষার্থীদের সাথে এককভাবে আলোচনা করে তাদের মানসিক চাপ নিরসন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হবে।






ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে
বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি
১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের 