সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষাঙ্গন » বুটেক্সে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ
বুটেক্সে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষার জন্য অনলাইন এ আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে ৬০০ আসনের বিপরীতে ১১ হাজার ৩৩০ জনকে নির্বাচিত করা হয়েছে।
দুই ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথম ধাপে ২০০ টাকা আবেদন ফির বিনিময়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ দেয়া হয়েছে। এ ধাপে প্রায় ১৩ হাজার আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই সাপেক্ষে ১২ হাজার ৫৮৩ জনকে লিখিত পরীক্ষার জন্য আবেদনের সুযোগ দেয়া হয়। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার জন্য ১১ হাজার ৩৩০ জনকে নির্বাচন করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বুটেক্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা
পরীক্ষা পদ্ধতি: সম্পূর্ণ লিখিত পরীক্ষায় ২০০ নম্বর এবং (এসএসসির রেজাল্টকে ৮ ও এইচএসসির রেজাল্টকে ১২ দিয়ে গুণ করে ১০০) অর্থাৎ মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সময় -২ ঘণ্টা।
নম্বর বন্টন: পদার্থ থেকে ১০ টি, রসায়ন থেকে ১০ টি, উচ্চতর গণিত থেকে ১০ টি করে মোট ৩০ টি প্রশ্ন, যাদের প্রত্যেকটি প্রশ্নের মান ৬ করে টোটাল ১৮০। বাকি ২০ নম্বর ইংরেজিতে ১০ টি প্রশ্নের জন্য থাকবে অর্থাৎ ইংরেজি প্রশ্নের প্রতিটির মান ২ করে।






ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে
বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি
১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের 