শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

Shikkha Bichitra
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্য » রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞা
প্রথম পাতা » স্বাস্থ্য » রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞা
৫২০ বার পঠিত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞা

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞারেনিটিডিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল ২৯ সেপ্টেম্বর রোববার সকালে বৈঠকে বসেছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকেই রেনিটিডিন উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি এসেছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার সাবরিনা আলম বলেন, রেনিটিডিন গ্রুপের সব ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত এসেছে।

বাংলাদেশের বাজারে এই ওষুধটি নিওট্যাক, নিওসেপ্টিন, র‍্যানিড, র‍্যানিডিন ইত্যাদি বাণিজ্যিক নামে বিক্রি হয়।

গত ১৩ সেপ্টেম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানায় যে রেনিটিডিন রয়েছে এমন কিছু পণ্যে তারা এন-নাইট্রোসোডিমিথাইলানাইন রাসায়নিকের উপস্থিতি পেয়েছেন।

মানব দেহে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক উপদানগুলোর মধ্যে এন-নাইট্রোসোডিমিথাইলানাইন রয়েছে। পরিবেশ থেকে এটি পানি, মাংস, দুগ্ধজাত পণ্য ও সবজিতে মিশে যায়।