সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » শিশু কর্ণার | স্বাস্থ্য » ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যাম্বুলেন্স উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যাম্বুলেন্স উদ্বোধন
![]()
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যাম্বুলেন্স নেই শুনে মর্মাহত হয়েছিলাম। তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আজ সেটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দেয়া হলো। বিনা পয়সায় গর্ভবতী মায়েরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করবে এবং বিনা পয়সা অ্যাম্বুলেন্স সেবাও পাবে।’
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন মাহফুজার রহমান, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লাবনী বসাক প্রমুখ।






প্রতিবন্ধীদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
১৬২ উপজেলায় পৌঁছে গেছে প্রাথমিকের বই
নিউইয়র্কের সর্বোচ্চ সম্মাননা পেল বাংলাদেশি বংশোদ্ভূত খুদে বিজ্ঞানী সুবর্ণ
সব স্কুলই একসঙ্গে খুলবে কোনো স্কুলের বিষয়ে আলাদাভাবে কিছু ভাবার সুযোগ নেই
ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সে শিক্ষামন্ত্রী ঝরে পড়ার হার কমেছে
শিশুদের উদ্বেগ কমাতে করণীয়
২০ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা হবে
মাতৃগর্ভেই বায়ুদূষণের শিকার শিশু
চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ 