মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | স্বাস্থ্য » যুক্তরাষ্ট্রে প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার
যুক্তরাষ্ট্রে প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার

শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আগেই অনুমোদন পেয়েছিল ফাইজারের করোনার টিকা।
এবার বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকায় স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি দুই ডোজের এ টিকা। খবর বিবিসির।
সোমবার (২৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র পেল ফাইজারের টিকা।
এফডিএর কমিশনার জেনেট উডকক সরকারি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, এ সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক। এর ফলে আমেরিকার নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি।
উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন।
ষষ্ঠ দেশ হিসেবে আমেরিকা ছাড়পত্র দিয়েছিল এ টিকাকে। তার আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার।






কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়
পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই
যুক্তরাষ্ট্রেও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন পেল
অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০
জীন গবেষণায় যৌথভাবে নোবেল পেলেন দুই নারী রসায়নবিদ 