শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

Shikkha Bichitra
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কলেজ | শিক্ষা » ভারতে বিদ্যাসাগর সম্মাননায় ভূষিত হলেন সাবেক যোগাযোগমন্ত্রী
প্রথম পাতা » কলেজ | শিক্ষা » ভারতে বিদ্যাসাগর সম্মাননায় ভূষিত হলেন সাবেক যোগাযোগমন্ত্রী
৩৮৫৪৪৩ বার পঠিত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে বিদ্যাসাগর সম্মাননায় ভূষিত হলেন সাবেক যোগাযোগমন্ত্রী

ভারতে বিদ্যাসাগর সম্মাননায় ভূষিত হলেন সাবেক যোগাযোগমন্ত্রীভারতের মর্যাদাপূর্ণ ‘বিদ্যাসাগর পুরস্কার-২০১৯’ পেলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষা-উদ্যোক্তা, সমাজসেবী ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে অবদান ও নারী শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাদ্যোক্তা, সমাজসেবক ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ভারতের মর্যাদাপূর্ণ ‘বিদ্যাসাগর পুরস্কার-২০১৯’ গ্রহন করে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, এ পুরস্কার শিক্ষাপ্রসার এবং সমাজকে সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিতে তাঁকে আরো উৎসাহিত করবে।

বিদ্যাসাগর তাঁর স্বপ্নের পুরুষ এবং আদর্শিক মানুষ উল্লেখ করে তিনি বলেন, বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকীতে তাঁর নামে প্রবর্তিত ‘বিদ্যাসাগর পুরস্কার’ পাওয়া আমার জন্য গর্বের।

উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান ও নারী শিক্ষাপ্রসারে বিশেষ অবদান রাখার জন্য সৈয়দ আবুল হোসেনকে এ পুরস্কার প্রদান করা হয়। বিদ্যাসাগর পুরস্কার তাঁদেরই দেওয়া হয়- যাঁরা শিক্ষাপ্রসারে কাজ করেছেন এবং যাঁরা নিজ দেশের সেরাটা অর্জনের চেষ্টা করছেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর রঞ্জন চক্রবর্তী সৈয়দ আবুল হোসেনকে এ পুরস্কার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর রঞ্জন চক্রবর্তী সাইটেশনে বলেন, সৈয়দ আবুল হোসেন-এর একক প্রচেষ্টায় যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি বাংলাদেশের শিক্ষাবিস্তারে অনন্য অবদানের জন্য সৈয়দ আবুল হোসেন-কে বাংলাদেশের বিদ্যাসাগর হিসেবে অভিহিত করেন। সৈয়দ আবুল হোসেন এলাকায় নিজস্ব অর্থায়নে ৬টি কলেজ প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় কলেজ। অসংখ্য মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলেছে। প্রায় ১৫০টির অধিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ায় সহায়তা করেছে। তার এলাকা বর্তমানে বাংলাদেশের ‘শিক্ষাঞ্চল’ হিসেবে পরিচিত।

এ অনুষ্ঠানে ড. হরিপদ মন্ডল, ড. অমিয় কুমার সামন্ত, প্রফেসর চিন্তব্রত পালিত, প্রফেসর নিরসিংহ বাদুরি এবং ড. দিলীপ কুমার সিনহা-কেও তার তার নিজ অবদানের বিদ্যাসাগর পুরস্কারে ভুষিত করা হয়।
এ সময় প্রখ্যাত লেখক ড. সুবোধ সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সব্যসাচী বসু রায় চৌধুরী এবং বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যাসাগর পুরস্কার দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সৈয়দ আবুল হোসেন বলেন, “আমার এলাকায় শিক্ষাবিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল আমার প্রেরণা। আমি নিজস্ব অর্থায়নে আমার এলাকার প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি। আমার এলাকা বর্তমানে বাংলাদেশের ‘শিক্ষা উন্নয়নের রোল মডেল’ হিসেবে পরিচিত।

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধান শত্রু দারিদ্রতা ও সাম্প্রদায়িকতা। উভয় দেশের সম্মিলিত চেষ্টায় আমরা এ অঞ্চলের দারিদ্র ও সাম্প্রদায়িকতার বিষবাস্প দূর করতে পারি। তিনি শিক্ষাপ্রসারের মাধ্যমে জনগণকে এ বিষয়ে সচেতন করার উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘বিদ্যাসাগর রচনাবলী’ দ্বিতীয় খন্ড এবং সৈয়দ আবুল হোসেন কর্তৃক লিখিত ‘বিদ্যাসাগর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আরো উল্লেখ্য যে, শিক্ষাবিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ইতোপূর্বে সৈয়দ আবুল হোসেন ২২টি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। একজন লেখক হিসেবে তাঁর ২০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।



এ পাতার আরও খবর

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ! উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ!
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির  মনোনীত সভাপতি আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি

আর্কাইভ