বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কলেজ | শিক্ষাঙ্গন » আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি
আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি
বিশিষ্ট শিল্পপতি পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সিটি ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার সম্প্রতি নোয়াখালীর এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে তার সভাপতিত্বে কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন সংসদ সদস্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ হাসেম, পারটেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ।
জনাব আজিজ আল কায়সার, তাঁর অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা এবং মনোনিবেশের মাধ্যমে সফল ব্যবসায়ী হিসেবে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহুমাত্রিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে আসছেন।