মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | তথ্য-প্রযুক্তি » পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই
পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি, উদ্যোক্তা এবং উদ্ভাবনী অনুষ্ঠান ‘ওয়েব সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে লিসবনে। আর মাত্র কিছুদিন বাকি, ২০১৯ সালের পর গত বছর (২০২০ সালে) করোনার অতিমারির কারণে অনুষ্ঠানটি অনলাইনে আয়োজন করা হয়েছিল। পর্তুগালসহ গোটা ইউরোপে আগে থেকে মহামারিটির উন্নতি হওয়ায়, এ বছর সম্মেলনটি সরাসরি আয়োজন করতে যাচ্ছে।
ওয়েব সামিটের নির্বাহী সভাপতি এবং সহ-প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেব টুইটারে এক বার্তায় জানান, ওয়েব সামিট প্রযুক্তির শীর্ষ সম্মেলনটি আয়োজনের জন্য ‘একটি সবুজ সংকেত’ পেয়েছি। লিসবনের আলটিস এরিনায় আগামী ১ থেকে ৪ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। পর্তুগালে সম্মেলনে অংশ নেওয়া সবার সঙ্গে আমাদের দেখা হবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ নিজের দক্ষতা বাড়ানো জন্য অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। মূলত প্রযুক্তিগত দিকের জন্য সর্বাধিক পরিচিত সম্মেলনটি মার্কেটিং, মিডিয়া, আধুনিক ব্যবসা–বাণিজ্য, উন্নত সমাজব্যবস্থা এবং জীবনধারার মান নিয়ে বক্তারা আলোচনা করেন। ওয়েব সামিটে বৈশ্বিক বক্তাদের আলোচনা অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়ন করে।
প্রযুক্তি, আধুনিক সমাজব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে এবারের সম্মেলনে যোগ দেবেন কৌতুক অভিনেতা অ্যামি পোহলার, মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ, ইউরোপীয় কমিশনার মাগ্রেথে ভেসটেগার, ফুটবলার জেরার্ড পিকেসহ প্রায় ১ হাজার বক্তা, ১ হাজার ৫০০ সাংবাদিক ও প্রায় ৭০০ বিনিয়োগকারী। সম্মেলনটিতে প্রথম ১৫০ জন বক্তার তালিকায় রয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।






কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়
যুক্তরাষ্ট্রে প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার
যুক্তরাষ্ট্রেও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন পেল
অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০
জীন গবেষণায় যৌথভাবে নোবেল পেলেন দুই নারী রসায়নবিদ 