
সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ৪ হাজারের বেশি মাদরাসায় বঙ্গবন্ধু কর্নার
৪ হাজারের বেশি মাদরাসায় বঙ্গবন্ধু কর্নার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত ৪ হাজার ২২০টি মাদরাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এসব মাদরাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন ৬৯টি মাদরাসার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন।
বিকেলে আয়োজিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও মাদরাসাগুলোর সভাপতি-সুপার ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতেই মাদরাসা প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার সরসারি প্রদর্শন করেন।
পর্যায়ক্রমে দেশের সব মাদরাসার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক কে এম রুহুল আমিন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, মাদরাসাগুলোর বঙ্গবন্ধু কর্নারে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্র নিয়ে বিভিন্ন বই, প্রামাণ্য-চিত্র সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধু কর্নার দেখার ও কর্নারে রাখা বই পড়ার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন।