চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে সরকার
করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে সরকারের পক্ষ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে আপাতত দেশটিতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার।
মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক অনুষ্ঠান থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, ‘আমরা এ মুহূর্তে বাংলাদেশিদের চীন ভ্রমণে নিরুৎসাহিত করছি। যদিও কোনো রেস্ট্রিকশন দেইনি। তবে আমরা সতর্ক থাকব।’
মন্ত্রী বলেন, ‘চীনের উহান যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে সেখানে আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী থাকেন। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের ফেরাতে বিমানও প্রস্তুত করেছি। চীনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা জানিয়েছে এখনই তাদের আসতে দেবে না। তাদের পর্যবেক্ষণে রাখবে।’
ড. মোমেন বলেন, ‘উহানে এখন সবকিছু বন্ধ। কাউকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ মার্কেটে নিয়ে যায় আবার নিয়ে আসে। চীন বলছে, ১৪ দিন তারা কোনো দেশের লোককে ওই এলাকা ছাড়তে দেবে না। ভারত-আমেরিকাও নিজেদের নাগরিকদের ফেরত নেওয়ার আবেদন জানিয়েছে। তাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। চীন বা দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে আসবে তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশ বা স্থান থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’







ডায়রিয়া হলে যা যা করবেন
তরুণরাই আগামীর স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়বে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে?
র্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার 