আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
![]()
আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে।
এ নিয়ে গত ৯ মাসে আটবার বন্ধ হলো কেন্দ্রটির উৎপাদন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এবার কয়লাসংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটির।
এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।







ডায়রিয়া হলে যা যা করবেন
তরুণরাই আগামীর স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়বে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে?
র্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার 