শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

Shikkha Bichitra
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » টাকা বানানো একটা রোগ : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » » টাকা বানানো একটা রোগ : প্রধানমন্ত্রী
৯২৮০৭ বার পঠিত
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাকা বানানো একটা রোগ : প্রধানমন্ত্রী

টাকা বানানো একটা রোগ : প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অতিরিক্ত টাকা বানানো একটা রোগ। এটা যাকে ধরে সে আরও বানাতে চায়। আর সে জন্য মানুষ অসৎ পথ বেছে নেয়।’

তিনি আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানুষের সেবায় কাজ করে। অন্যায়, দুর্নীতি তারা প্রশ্রয় দেয় না। আমরা চাই সৎ পথে আয় করে সবাই সম্মান অর্জন করুক। অসৎ পথে আয় করে, দুর্নীতি করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না।’

শেখ হাসিনা বলেন, ‘অসৎভাবে আয় করলে মানুষ পেছনে গালি দেয়, বলে অসৎ, চোর। তাই এ পথ পরিহার করতে হবে।’

তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। আর কোন হায়না এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।’

এর আগে বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।
দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।



আর্কাইভ