বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | ই-কমার্স | তথ্য-প্রযুক্তি » বিশ্বের যত সামাজিক যোগাযোগমাধ্যম
বিশ্বের যত সামাজিক যোগাযোগমাধ্যম
সামাজিক যোগাযোগমাধ্যম বলতে আমরা অনেকেই শুধু ফেসবুক কিংবা টুইটারই বুঝি। কিন্তু এর বাইরেও বেশকিছু যোগাযোগমাধ্যম রয়েছে যাদের আছে কোটি কোটি ব্যবহারকারী।

ডিসকর্ড
অনলাইনে গেম যারা খেলেন তাঁদের কাছে জনপ্রিয় এটি। এর মাধ্যমে একজন গেমার আরেকজনের সাথে যোগাযোগ করে থাকে। এতে বন্ধুতালিকা বানানোর সুযোগও রয়েছে। স্ট্যাটিস্টা ডটকমের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ডিসকর্ডের মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ২৫০ মিলিয়ন, অর্থাৎ ২৫ কোটি।

পিন্টারেস্ট
অনেকেই হয়তো পিন্টারেস্টের নাম শুনেছেন। বিশ্বব্যাপী এর গ্রাহক সংখ্যা ২৬৫ মিলিয়ন (২৬ কোটি ৫০ লাখ)।

স্ন্যাপচ্যাট
কেউ কেউ বলেন, দ্রুত কোনো ইমেজ পাঠাতে এ মাধ্যমটি খুব সহায়ক। এর মোট ব্যবহারকারীর সংখ্যা ২৯৪ মিলিয়ন (২৯ কোটি ৪০ লাখ)।

সিনা ওয়াইবো
এটি একটি চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট। ব্যবহারকারী কিন্তু কম নয়—৪৬৫ মিলিয়ন (৪৬ কোটি ৫০ লাখ)।

রেড্ডিট
রেড্ডিট হলো অ্যামেরিকান সামাজিক যোগাযোগমাধ্যম, যা মূলত বিভিন্ন ধরনের কন্টেন্ট সংরক্ষণ, আদান-প্রদানের জন্য অনেকের কাছেই প্রিয়। এর মধ্য দিয়ে আপনি চালিয়ে যেতে পারেন সামাজিক আলোচনাও। বিশ্বব্যাপী মোট ৩৩০ মিলিয়ন লোক এ মাধ্যমটি ব্যবহার করে।

কিউকিউ
নামটা বেশ কিউট না? চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের মালিকানাধীন একটি ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এটি । প্রায় ২০ বছর আগে চালু হওয়া এ মাধ্যমটির সারা বিশ্বে ৮২৩ মিলিয়ন, অর্থাৎ ৮২ কোটি ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে।

শীর্ষে কে?
উত্তরটি হয়তো সবার জানা। সবার শীর্ষে ফেসবুক। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারা বিশ্বে এ মাধ্যমটির মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ২৩৫০ মিলিয়ন, অর্থাৎ ২৩৫ কোটি!

এত জনপ্রিয় ইউটিউব!
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ইউটিউব। এর মোট ব্যবহারকারী দুই হাজার মিলিয়ন বা দুইশ’ কোটি।






The Floods of 2024
কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
আলো ভূবন ট্রাস্ট : মানবতার সেবা এবং টেকসই উন্নয়ন
‘বিশ্বদরবারে নিজেদের জানান দেবার সময় হয়েছে’ - মোঃ তানভীর হোসেন
নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
’৯৬ সালের আগের শিক্ষা সনদও যাচাই করবে ইসি
গবেষক ও বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ন অবদান রাখবে: ড. সালেহউদ্দিন আহমেদ
ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে!
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে সরাসরি সশরীরে, আগামী সপ্তাহে তারিখ ঘোষণা 