শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Shikkha Bichitra
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » Default Category » নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রথম পাতা » Default Category » নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
৫০০ বার পঠিত
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

---

নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপ সোসাইটি মাইন্ডস আই (ডেসমি)’ উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম জ্যামিতি বক্স উপহার হিসাবে দেয়া হয়। শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সুজন গাজী, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনি জানান, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের উদ্যোগে বিতরণ করেন তারা। এছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে থাকেন।



আর্কাইভ