বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » জাবি-তে সরকার ও রাজনীতি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা
জাবি-তে সরকার ও রাজনীতি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. নাসরীন সুলতানা।
১৮ সেপ্টেম্বর বুধবার বিভাগের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। সভাপতি নিযুক্ত হওয়ায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও যশোর জেলা কল্যাণ সমিতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া বিভাগের একাডেমিক ও অন্যান্য উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহাযোগিতা কামনা করেন।
অধ্যাপক নাসরীন সুলতানা ২০০০ সালে সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ২০০১ সালে স্নাতকোক্তর ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০১৩ সালে তিনি পিএইচডি ডিগ্রি এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
১৯৯৬ সালে যশোর সরকারি মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯৪ সালে যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন।






The Floods of 2024
কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
আলো ভূবন ট্রাস্ট : মানবতার সেবা এবং টেকসই উন্নয়ন
‘বিশ্বদরবারে নিজেদের জানান দেবার সময় হয়েছে’ - মোঃ তানভীর হোসেন
নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
’৯৬ সালের আগের শিক্ষা সনদও যাচাই করবে ইসি
গবেষক ও বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ন অবদান রাখবে: ড. সালেহউদ্দিন আহমেদ
ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে!
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে সরাসরি সশরীরে, আগামী সপ্তাহে তারিখ ঘোষণা 