শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Shikkha Bichitra
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | তথ্য-প্রযুক্তি | ব্যাংক ও বীমা » মোবাইলভিত্তিক বীমা সেবা এখন বিকাশে
প্রথম পাতা » Default Category | তথ্য-প্রযুক্তি | ব্যাংক ও বীমা » মোবাইলভিত্তিক বীমা সেবা এখন বিকাশে
২১৬১ বার পঠিত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইলভিত্তিক বীমা সেবা এখন বিকাশে

মোবাইলভিত্তিক বীমা সেবা এখন বিকাশেমোবাইলভিত্তিক স্বাস্থ্য ও জীবন বীমা সেবা প্রদানকারী সংস্থা মিলভিক সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য ও জীবন বীমা সেবা নিশ্চিত করতে বিকাশের সঙ্গে একীভূত হয়েছে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী বিকাশ লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায়, খুব সহজেই বিকাশ পেমেন্টের মাধ্যমে মিলভিকের এ নতুন সেবা গ্রহণ করতে পারবে গ্রাহকরা। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ বীমা সেবা গ্রহণ না করায় যে কোনো আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকির সম্পূর্ণ খরচ নিজেকে বহন করতে হয়।

জনগণের আর্থিক ঝুঁকি কিছুটা লাঘব করতে মিলভিক বাংলাদেশের নতুন বীমা সেবার মূল্য শুরু হয় বাৎসরিক মাত্র ১৫০ টাকা থেকে, যা সর্বসাধারণের জন্য গ্রহণযোগ্য। গ্রাহকরা কোনো কাগজপত্র অথবা স্বাস্থ্য পরীক্ষা না করে খুব সহজেই মিলভিকের এ সেবা গ্রহণ করতে পারবে বিকাশ পেমেন্টের মাধ্যমে।

অনুষ্ঠানে মিলভিকের সিইও (বিমা) গুস্তাফ আগারস্টন বলেন, ‘এটা মিলভিক বাংলাদেশের জন্য খুবিই আনন্দের যে, একই সঙ্গে দুটি নতুন সেবা চালু করা হচ্ছে এবং বিকাশের সঙ্গে পার্টনারশিপও হচ্ছে। আমাদের অভিজ্ঞতা বলে, বাংলাদেশের মানুষ সুলভ মূল্যে পণ্য বা সেবা কিনতে আগ্রহী। সেজন্য মিলভিক হেলথ তাদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা প্রনয়ণ করেছে। সেইসঙ্গে যে কোনো সময় টেলিফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগও রেখেছে। এখন বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টি করায় গ্রাহকরা আরও সহজে মিলভিক হেলথের সেবা নিতে পারবেন।’

এসময় বিকাশের সিইও কামাল কাদির বলেন, ‘আমরা মিলভিকের সঙ্গে পার্টনারশিপে যেতে পেরে খুবই আনন্দিত। এর মাধ্যমে আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই, যার মাধ্যমে বিকাশ ওয়ালেট থাকা প্রতিটি বাংলাদেশি সুলভে স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।’

মিলভিক লাইফের যে স্কিমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বছরে দেড়শ থেকে ১২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিয়ে যে কেউ গ্রাহক হতে পারবেন। এছাড়া মিলভিক হেলথের গ্রাহক হওয়ার মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ৬০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এজন্য স্কিম নিতে হবে আড়াইশ থেকে ১৪০০ টাকার। এই স্কিমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা মোবাইলে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

২০১২ সালে বাংলাদেশে কাজ শুরু করে মিলভিক। সেসময় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বীমা সেবা দেওয়া হতো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে দেশের মানুষ, বিশেষ করে দুস্থদের স্বাস্থ্যসেবার খরচ কমানোর লক্ষে আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অগ্রগতিতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। মিলভিক লাইফ এবং হেলথের মতো সহজ প্রযুক্তিভিত্তিক, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং গ্রাহকদের কাছে বিকাশের সহজলভ্যতা আমাদের লক্ষগুলো ত্বরান্বিত করতে সহায়তা করে এবং আমরা এ নতুন অংশীদারিত্বকে স্বাগত জানাই।



এ পাতার আরও খবর

কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
আলো ভূবন ট্রাস্ট : মানবতার সেবা এবং টেকসই উন্নয়ন আলো ভূবন ট্রাস্ট : মানবতার সেবা এবং টেকসই উন্নয়ন
‘বিশ্বদরবারে নিজেদের জানান দেবার সময় হয়েছে’ - মোঃ তানভীর হোসেন ‘বিশ্বদরবারে নিজেদের জানান দেবার সময় হয়েছে’ - মোঃ তানভীর হোসেন
নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
’৯৬ সালের আগের শিক্ষা সনদও যাচাই করবে ইসি ’৯৬ সালের আগের শিক্ষা সনদও যাচাই করবে ইসি
গবেষক ও বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ন অবদান রাখবে: ড. সালেহউদ্দিন আহমেদ গবেষক ও বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ন অবদান রাখবে: ড. সালেহউদ্দিন আহমেদ
ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে! ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে!
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে সরাসরি সশরীরে, আগামী সপ্তাহে তারিখ ঘোষণা মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে সরাসরি সশরীরে, আগামী সপ্তাহে তারিখ ঘোষণা
কানাডিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস উইক-২০১৯ সমাপ্ত কানাডিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস উইক-২০১৯ সমাপ্ত

আর্কাইভ