রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » যৌন নিপীড়ক শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন হাবিপ্রতেবি
যৌন নিপীড়ক শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন হাবিপ্রতেবি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক রমজান আলীর স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ওই শিক্ষককে বাঁচানোর প্রচেষ্টাকারীদের বিচারেরও দাবি জানান তাঁরা।
গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধনের আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম। এ ছাড়া ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশগ্রহণ করে দিনাজপুর মহিলা পরিষদ, দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।
মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বলরাম রায়, সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ, নাগরিক উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ছাত্রীকে যৌন হয়রানি ও গৃহকর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে এবং রমজান আলীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।






The Floods of 2024
কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
আলো ভূবন ট্রাস্ট : মানবতার সেবা এবং টেকসই উন্নয়ন
‘বিশ্বদরবারে নিজেদের জানান দেবার সময় হয়েছে’ - মোঃ তানভীর হোসেন
নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
’৯৬ সালের আগের শিক্ষা সনদও যাচাই করবে ইসি
গবেষক ও বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ন অবদান রাখবে: ড. সালেহউদ্দিন আহমেদ
ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে!
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে সরাসরি সশরীরে, আগামী সপ্তাহে তারিখ ঘোষণা 