রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » মেডিকেল কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ দাবিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ দাবিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি জানান তারা।
রবিবার বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। অবরোধে শাহবাগের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, প্রফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়া।

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন। আশঙ্ক থেকেই বিক্ষোভে নেমেছেন তারা।
এর আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন এবং শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।






স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খুলছে
মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
জানুয়ারিতে মেডিকেলের একাডেমিক পরীক্ষা শুরু
মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালা প্রকাশ
স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষা চান না মেডিকেল শিক্ষার্থীরা
মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে!
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ঘোষণা হতে পারে বৃহস্পতিবার 