মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে!
২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগের নিয়মেই সশরীরে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয় হয়।
এ ব্যাপারে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব মো. আলী নুরের সঙ্গে পরামর্শ করে নেয়া হবে বলে তিনি জানান।
জানা গেছে, গত বছর এমবিবিএস ভর্তি পরীক্ষা ১ অক্টোবর সারাদেশে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৬৯ হাজার ৪০৫ জন ভর্তিচ্ছু প্রার্থী ১০ হাজার ৪৪০টি আসনের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছে।
দেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি এবং ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৩৯টি আসন রয়েছে। তবে এ বছর এইচএসসিতে অটোপাস দেয়াতে ভর্তিচ্ছুদের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা যায়, এবার এইচএসসি ও সমমানে অংশ নেয়া ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থী সবাই সনদ পাবেন। জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে তাদের ফল নির্ধারিত হবে। ফলাফল ডিসেম্বরের শেষে প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।







স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খুলছে
মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
জানুয়ারিতে মেডিকেলের একাডেমিক পরীক্ষা শুরু
সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ দাবিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালা প্রকাশ
স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষা চান না মেডিকেল শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ঘোষণা হতে পারে বৃহস্পতিবার 