শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

Shikkha Bichitra
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » আবরারের মৃত্যুতে বিক্ষুব্ধ সহপাঠীদের ৪ দফা দাবি
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » আবরারের মৃত্যুতে বিক্ষুব্ধ সহপাঠীদের ৪ দফা দাবি
২৭২৬ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবরারের মৃত্যুতে বিক্ষুব্ধ সহপাঠীদের ৪ দফা দাবি

আবরারের মৃত্যুতে বিক্ষুব্ধ সহপাঠীদের ৪ দফা দাবিঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সহপাঠীরা। ৪ দফা দাবিতে কঠোর আন্দোলন করছে শিক্ষার্থীরা।

শুক্রবার কিশোর আলোর অনুষ্ঠানে এসে বিদ্যুৎস্পর্শে মারা যায় আবরার। সহপাঠীর এমন মৃত্যু সহজে মানতে পারছেন না শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ প্রকাশসহ চার দফা দাবিতে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করে।

পরে শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের কাছে।

বিদ্যুতের শক লাগার পর প্রথমে আবরারকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
রাতেই রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে জানাজা শেষে আবরারের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুরে নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠান চলাকালে আবরার বিদ্যুতায়িত হলেও আয়োজকরা খবর আড়াল করে অনুষ্ঠান চালান। এ কারণে আয়োজক ও কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করেছে।



আর্কাইভ